আর যেতে হবে না থানায়, অনলাইনে জিডি করবেন যেভাবে

জিডি (জেনারেল ডায়েরি) হলো সাধারণ ডায়েরি বা কোনো বিষয়ে সাধারণ বিবরণ। যেকোনো আইনি সহায়তা নিতে জিডির ভূমিকা গুরুত্বপূর্ণ। কখনও কোনো হুমকির মুখোমুখি হলে বা গুরুত্বপূর্ণ কোনো কিছু যেমন, কোনো প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, পরিচয়পত্র, চেকবই বা দলিল হারিয়ে গেলে থানায় জিডি করার দরকার পড়ে। কিন্তু কীভাবে জিডি করতে হয় তা অনেকেই জানেন না। এখন থেকে ঘরে বসে আপনিও অনলাইনে জিডি করতে পারবেন। এ কাজের জন্য আর থানায় যেতে হবে না।
প্রথম ধাপ
প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ONLINE GD নামক সফটওয়্যার ইনস্টল করতে হবে। এরপর নিজের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড এবং অন্যান্য নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় ধাপ
এই ধাপে আপনাকে অভিযোগের ধরন নির্বাচন করতে হবে। এরপর জেলা ও যে থানায় আপনি জিডি করতে চান, সে থানা নির্বাচন করতে হবে। এরপর কোথায় এবং কখন ঘটনাটি ঘটেছে, তা লিখে ‘নেক্সট’ এ ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ
আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনার বিস্তারিত উল্লেখ করুন। যদি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নথি থাকে, তবে তা সংযুক্ত করুন। ‘সাবমিট’ লেখা বাটনে ক্লিক করুন। ফর্মে কোনো ভুল থাকলে বা সংশোধনের প্রয়োজন থাকলে ‘এডিট’ বাটনে ক্লিক করুন। আবেদন সম্পন্ন হলে পরবর্তীতে লগইন করে আপনি আপনার জিডি এর (জিডি’র আবেদনের) সর্বশেষ অবস্থা জানতে পারবেন।