Beta

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের লেনদেন রোববার বন্ধ

১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৮

নিজস্ব সংবাদদাতা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের লেনদেন রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, শেষ হওয়া হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা আট পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সা।

চলতি ২০১৫ সালের হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৭৯ পয়সা আর অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কর-পরবর্তী আয় ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৪৬ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৫৩ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১৬ দশমিক ৮১।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৩১ দশমিক ৯৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ৬ দশমিক ৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ১০ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ৬০ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Advertisement