বিএসইসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি বিক্ষোভ মিছিল করেছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা।
আজ বুধবার (২১ মে) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে ঐক্য পরিষদের নেতারা এ দাবি জানান।
বর্তমান বিএসইসির কমিশনের আমলে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে এক হাজারে পয়েন্টের বেশি জানিয়ে বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, এই কমিশনের আমলে লেনদেন এখন ৩০০ কোটি টাকার ঘরে। গত ৯ মাসে বাজার মূলধন কমেছে ৭০ হাজার কোটি টাকার বেশি। ইতিমধ্যে পুঁজিবাজারে পুঁজি হারিয়ে অনেকেই রাস্তায় বসে পড়েছেন। অনেকে রাস্তায় বসার পথে রয়েছে। এদিকে বিনিয়োগকারীদের বাঁচাতে এবং পুঁজিবাজারের ধারাবাহিক পতন ঠেকাতে বিএসইসিতে নেই কার্যকর পদক্ষেপ।
বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকে তার নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে পুঁজিবাজারে পতন চলছে। অতীতে তিনি যেখানেই কাজ করেছেন, সেখানেই অদক্ষতার পরিচয় দিয়েছেন। এখানেও একই অবস্থা। তিনি মোটেও পুঁজিবাজারের পালস বোঝেন না। শুধুমাত্র স্বজনপ্রীতির মাধ্যমে বিএসইসির মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় চেয়ারম্যান হয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। তাই দ্রুত বিএসইসির এই চেয়ারম্যানকে সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।