ক্লাব বিশ্বকাপে মাঠে নামছে মেসি, খেলা কখন?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের মহারণ। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রে হার্ড রক স্টেডিয়ামে পর্দা উঠছে এই ফুটবল যুদ্ধের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ইন্টার মিয়ামি। তাদের প্রতিপক্ষ কাতারের ক্লাব আল আহলি।
ক্লাব বিশ্বকাপের এবারের আসরে ইন্টার মিয়ামি আছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে আল আহলি ছাড়াও তাদের আরও দুই প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব পোর্তো এবং ব্রাজিলের ক্লাব পালমেইরাস।
মিয়ামির পরের ম্যাচ আগামী ২০ জুন রাত ১টায় পোর্তোর বিপক্ষে। এই ম্যাচটি হবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। গ্রুপের শেষ ম্যাচ ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে। হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি হবে সকাল ৭টায়। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে নকআউট পর্ব।
নতুন আঙিকে হচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। পৃথিবীর ৬ মহাদেশের দলগুলো খেলছে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে। নতুন নিয়মেই সুযোগ পেয়েছে দলগুলোও।
ফিফা সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ২০২৫ ক্লাব বিশ্বকাপে তারাই খেলছে।
সেই নিয়মে অবশ্য জায়গা হয়নি মিয়ামির। কারণ এই সময়ের মধ্যে মহাদেশীয় চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। পরবর্তীতে স্বাগতিক দল হিসেবে ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে মেসির দল।