গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেখে নিজের প্রেমিককে নিয়ে মজা সাবালেঙ্কার

ইউএস ওপেনের ম্যাচে কানাডার ফার্নান্দেজের বিপক্ষে মাঠে লড়াই করছেন মেয়েদের শীর্ষ বাছাই আরিন সাবালেঙ্কা। কোর্টের মাঝে ক্ষনিকের বিরতি ছিল তখন। দর্শকদের মনোযোগটাও কোর্ট থেকে সড়ে গেল গ্যালারিতে। সকলেরই চোখ আটকে গেল একটি মধুর দৃশ্যে।লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ১৪ হাজার দর্শকের সামনে এক প্রেমিক তার প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন। মেয়েটিও বিস্ময়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন, যেখানেও...