বিশ্বকাপ বলেই ব্যাকফুটে দ. আফ্রিকা, এগিয়ে কিউইরা

বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে কিউইরা। অন্যদিকে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ফাফ ডু প্লেসিদের।
ওয়ানডেতে দুই দলের জয়ের রেকর্ডে অবশ্য দক্ষিণ আফ্রিকার পাল্লা ভারী। এখন পর্যন্ত ৭০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ৪১ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২৪ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড।
তবে বিশ্বকাপের হিসাব আলাদা। এখানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এ নিয়ে সাতবার মুখোমুখি হয়েছে দুদল। তার মধ্যে পাঁচবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৯৯২ থেকে গত আসর পর্যন্ত, প্রতিবারই দুই দলের দেখা হয়েছে। যার মধ্যে কেবল ১৯৯৬ ও ১৯৯৯-তে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে এ দুদল মুখোমুখি হয়েছিল। সেই যাত্রায় প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্ল্যাকক্যাপরা। প্রতিশোধের বিষয়টি তাই এড়ানো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার জন্য। যদিও চলমান আসরে তাদের সময়টা ভালো যাচ্ছে না। সেখান থেকে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানানো অনেকটাই কঠিন কাজ।
এ মুহূর্তে পয়েন্ট টেবিলে কিউইদের দাপট স্পষ্ট। সাত পয়েন্ট পেয়ে অপরাজিত হয়ে আছে তারা। চার ম্যাচের তিনটিতে জয় আর এক ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। তাদের জন্য এই ম্যাচ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।