Beta

ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে উইন্ডিজ

১৪ জুন ২০১৯, ১২:৫৭

স্পোর্টস ডেস্ক

চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ শুক্রবার সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বৃষ্টির কারণে এবারের আইসিসি বিশ্বকাপ জৌলুস হারাচ্ছে। একের পর এক ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হচ্ছেন ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচ পরিত্যক্তের রেকর্ড গড়েছে এবারের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আজকের ম্যাচের আগ পর্যন্ত ইংল্যান্ড তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে, হেরেছে একটি ম্যাচে। চার পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান চতুর্থ।

অন্যদিকে তিন ম্যাচে একটিতে জয় ও একটিতে হারা ক্যারিবীয়দের অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে উইন্ডিজের পয়েন্ট ৩। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ষষ্ঠতম।

দুই দলেরই আছে শক্তিশালী ও বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। এখন পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচেই তিনশর বেশি রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে ক্যারিবীয়রা প্রস্তুতি ম্যাচে চার শতাধিক রান স্কোরবোর্ডে তুলেছিল।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট ও জোফরা আর্চার।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

Advertisement