আইসিসির নিয়ম ভাঙা ধোনির পক্ষ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির গ্লাভস থেকে ভারতের সেনাবাহিনীর লোগো সরাতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বুধবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে ছয় উইকেটে জয়লাভ করে ধোনির দল। ওই ম্যাচে বিশেষভাবে তৈরি একটি গ্লাভস পরে উইকেট কিপিং করতে নামেন ভারতের এই সাবেক অধিনায়ক। ধোনির গ্লাভসে দেখা গেছে ইন্ডিয়ান প্যারা স্পেশাল ফোর্সেস রেজিমেন্টের প্রতীক।
ধোনি এমন গ্লাভস পরে খেলতে নামায় সামাজিক মাধ্যমে ভারতীয় দর্শক জাতীয়তাবাদী বক্তব্যসহ ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করলেও বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি। তারা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) প্রতীকটি ধোনির গ্লাভস থেকে সরিয়ে ফেলতে বলে।
আইসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়, আইসিসির তরফ থেকে বিসিসিআইকে ধোনির গ্লাভস থেকে সেনাবাহিনীর প্রতীকটি সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে।
High time @imVkohli as Captain, Country & @BCCI should stand with Maahi and oppose this baseless move by #ICC.#NothingAgainstDhoni #DhoniKeepTheGlove #CaptainCoolForever #HypocriteICC #IndianArmy #BalidanBadge #WorldCup2019 #LaaegaTohIndiaHi pic.twitter.com/TCiVFp5lCf
— Prathmesh Thaker (@PrathmeshThaker) June 7, 2019
বুধবারের ম্যাচে ধোনি প্রোটিয়া অলরাউন্ডার আন্দিল ফেলুকওয়াওকে স্টাম্পিং করার সময় তাঁর গ্লাভসে সেনাবাহিনীর প্রতীকটি দেখা যায়। এরপরই ধোনির গ্লাভসের ছবি ভাইরাল হয়ে যায় ভারতের সোশ্যাল মিডিয়ায়। এমন উদ্যোগের জন্য ধোনির উচ্চকিত প্রশংসা করতে থাকেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।
কিন্তু তাতে বাধ সেধেছে আইসিসি। আইসিসির উপকরণ, পরিধেয় পোশাক-পরিচ্ছেদের আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশেষ রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত বার্তা বহন করে এমন কিছু পরিধান করে খেলতে নামা যাবে না।
কিন্তু আইসিসি বললে কী হবে, খোদ বিসিসিআই ধোনির পক্ষ নিয়েছে। আজ শুক্রবার বিসিসিআই জানিয়েছে, ধোনির গ্লাভস থেকে প্রতীক সরানো হবে না।
বিসিসিআইয়ের প্রশাসন কমিটির প্রধান ভিনোদ রাই জানিয়েছেন, ধোনিকে ওই গ্লাভস পরেই খেলতে নামার অনুমতি চেয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
ভিনোদ রাই বলেন, ‘আমরা আইসিসিকে জানিয়েছি ধোনির গ্লাভসে কোনো আধাসামরিক বাহিনীর লোগো আঁকা নেই। তাই আইসিসির কোনো নিয়ম ভাঙেননি ধোনি।’
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, যে প্রতীকটি নিয়ে বিতর্ক চলছে, আধাসামরিক বাহিনীর মূল প্রতীকের নিচে ‘বলিদান’ কথাটি লেখা থাকে। কিন্তু ধোনির গ্লাভসে এমন কিছু লেখা ছিল না। এই সূক্ষ ফাঁকটিই ব্যবহার করছে বিসিসিআই।
তবে বার্তা সংস্থা পিটিআই বলছে, আইসিসি কর্তৃপক্ষ যদি নিয়ম-নীতির বিষয়ে কঠোর থাকে, তাহলে বিসিসিআইয়ের এমন যুক্তি ধোপে টিকবে না।
আইসিসি যদি বিসিসিআইয়ের যুক্তি না মানে তখন কী হবে, এমন প্রশ্নের জবাবে রাই বলেন, ‘আইসিসি লোগোটি সরানোর জন্য আমাদের অনুরোধ করেছে, নির্দেশ দেয়নি। যতদূ র জানি, বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (রাহুল জোহরি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচের আগেই ইংল্যান্ডে পৌঁছে যাবেন। তিনি সেখানে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।’
এদিকে আইসিসির এমন বার্তা মানতে রাজি নন ধোনি ভক্তরা। ভারতের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ধোনিকে সেনাবাহিনীর প্রতীকসহ গ্লাভস পরেই খেলতে বলছেন। টুইটারে ধোনি ভক্তরা তাঁর পক্ষে পোস্ট করছেন ‘হ্যাশট্যাগ ধোনি কিপ দ্য গ্লাভ’ (#DhoniKeepTheGlove) দিয়ে।
Dear Lt Col @msdhoni
You are an officer of Para Regt. Don’t take off those gloves. Balidaan is a badge of honour. It’s represents the finest of Indian Army. I have always looked at that badge with awe & respect. The nation stands with you.
Jai Hind
Major Gaurav Arya (Retd) pic.twitter.com/IbOZ0SDEEy— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) June 6, 2019
ভারত ধোনির নেতৃত্বে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতার পর ধোনিকে সম্মানসূচক লে. কর্নেলের পদ দেওয়া হয়।
তবে ভারতীয় খেলোয়ড়দের সেনাবাহিনীর চিহ্ন পরে খেলতে নামার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাঁচিতে সেনাবাহিনীর টুপি পরে খেলতে নেমেছিল ভারতীয় দল।