যেভাবে পাবেন বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

প্রথমবারের মতো বাংলাদেশ দলের অফিশিয়াল জার্সি সংগ্রহে রাখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের জার্সিকে সহজলভ্য ও সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে জার্সি বিক্রির স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস।
দেশের দুই শীর্ষ ব্র্যান্ড অঞ্জন’স ও জেন্টালপার্কের শতাধিক আউটলেটে পাওয়া যাবে বাংলাদেশ দলের অফিশিয়াল জার্সি। এ ছাড়া অনলাইনের মাধ্যমেও জার্সি কেনার সুযোগ থাকছে। ক্রিকশপ বিডি এবং ফ্রিক বিডি অনলাইনের মাধ্যমে জার্সি বিক্রি করবে। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জার্সি ছড়িয়ে দিতে কাজ করবে রবিন স্পোর্টস।
শুধু বাংলাদেশে নয়, বিশ্বকাপ দেখতে ইংল্যান্ডে যাওয়া দর্শকও ভেন্যু থেকে অফিশিয়াল জার্সি কিনতে পারবেন। ভেন্যু ছাড়াও প্রবাসীরা ইংল্যান্ড-ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন। বিশ্বকাপের সময় চারদিকে কম দামে ছড়িয়ে পড়ে নকল জার্সি। এবার সেই নকল ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের কর্ণাধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ দলের জার্সির পাশাপাশি জাতীয় দলের অন্যান্য সরঞ্জাম পাওয়া যাবে এসব স্টোরে। সারা দেশে আউটলেট আছে এমন প্রতিষ্ঠানগুলোই বেছে নেওয়া হয়েছে। আমরা সবার হাতে টাইগারদের জার্সি তুলে দিতে চাই।’
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই জার্সি উন্মোচন করবেন। উন্মোচনের সম্ভাব্য তারিখ আগামী ২৯ এপ্রিল। উন্মোচনের পরেই শুরু হবে জার্সি বিক্রি। জার্সির বিক্রয়মূল্য এক হাজার ১৫০ টাকা। আর শিশুদের জার্সির মূল্য থাকবে ৮৭৫ টাকা।