ওয়াসিম আকরামের চোখে বিশ্বকাপ দল

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বাকি আছে মাত্র ৫৩ দিন। ইংল্যান্ডের মাটিতে আসরটা শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন অংশগ্রহণকারী দলগুলোর দিকে। কোন দলে কে থাকছেন, চমক হয়ে কে কে আসছেন এবারের বিশ্বকাপে এসব নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই ক্রিকেটবিশ্বে। আইসিসির বেঁধে দেওয়া বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। এখন পর্যন্ত কেবল নিউজিল্যান্ড ঘোষণা করেছে চূড়ান্ত দল। তবে চূড়ান্ত দল ঘোষণার প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছে উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। এরই মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত ২৩ ক্রিকেটারকে ফিটনেস ক্যাম্পে ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এর আগেই আসন্ন বিশ্বকাপের জন্য নিজের পছন্দের পাকিস্তান দল প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক কয়েকটি সাইট ও পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশ করা হয় ২০১৯ বিশ্বকাপের জন্য ওয়াসিম আকরামের সাজানো চূড়ান্ত দল। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ও ফাইনালের নায়ক আকরামের সাজানো দলটা বেশ চমক-জাগানিয়া। সাবেক এই বাঁহাতি অলরাউন্ডারের দলে বড় চমকের নাম মোহাম্মদ হাসনাইন। এরই মধ্যে পাকিস্তান দলের হয়ে অভিষেক হয়েছে ‘নতুন শোয়েব আখতার’ খ্যাত এই ১৮ বছর বয়সী পেসারের। পিএসএল দিয়ে সবার নজরে আসা তরুণ হাসনাইন ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আহামরি কিছু না করতে পারলেও তাঁকে দলে রেখেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তান দলে বাঁহাতি পেসারের ভিড়ে বৈচিত্র্য আনতে ডানহাতি হাসনাইনের দুর্দান্ত গতিকে কাজে লাগাতে চান আকরাম।
অন্যদিকে, বিশ্বকাপের জন্য পাকিস্তানের নির্বাচকদের ডাকা ২৩ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না উমর আকমল। তবে ‘সুলতান অব সুইং’ খ্যাত তারকার দলে বিস্ময়করভাবে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আকমলকে দলে নেওয়ার একটা ব্যাখ্যাও দিয়েছেন কিংবদন্তি এই পেসার। তাঁর মতে, এবারের ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচগুলো হবে হাইস্কোরিং। তাই শেষদিকে দ্রুত রান তোলা অথবা রান তাড়া করার তাড়াহুড়ার কথা মাথায় রেখে আকমলের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান আকরাম।
আকরামের দলে আরেক চমকের নাম বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সাম্প্রতিককালে বল হাতে ফর্মের একেবারে তলানিতে আছেন বাঁহাতি এই পেসার। অন্যদিকে, আরেক বাঁহাতি উসমান খান শেনওয়ারির দৃশ্যপটে আবির্ভাবের ফলে অনেকেরই ধারণা, এবারের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাবেন আমির। তবে অসাধারণ সামর্থ্য, ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের সেই দুর্দান্ত স্পেলের কারণে আকরামের দলে টিকে গেছেন আমির। ব্যাটিং অর্ডারে নিয়মিত সবাই জায়গা পেলেও ইনজুরিতে ভুগতে থাকা মোহাম্মদ হাফিজকে বিবেচনা করেননি আকরাম।
সম্ভাব্য পাকিস্তান দল : ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলি, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন ও হাসান আলি।