বিশ্বকাপের দলে আমিরের জায়গা পাওয়া নিয়ে সংশয়

সর্বশেষ ১৪টি ওয়ানডের মধ্যে নয়টিই উইকেটশূন্য ছিলেন পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। আসন্ন বিশ্বকাপের আগে দলের অভিজ্ঞ বোলারের ফর্ম নিয়ে তাই চিন্তিত পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সেই সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন আমির। বাজে পারফরম্যান্সের কারণে পরের ম্যাচগুলোতে আর জায়গা হয়নি তাঁর। দলের অন্যতম সেরা পেসারের বাজে ফর্মে খুবই চিন্তিত দলটির অধিনায়ক, ‘যখন দলের প্রধান বোলার নিয়মিত উইকেট না পাবেন, অবশ্যই অধিনায়কের জন্য তা চিন্তার কারণ।’
ইংল্যান্ডে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অসাধারণ বল করেছিলেন আমির। এক স্পেলে ১৬ রানে তিন উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন তিনি। তাঁর অসাধারণ নৈপুণ্যে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এর পর থেকেই ফর্ম খরায় ভুগছেন এই তারকা পেসার। যে কারণে আসন্ন বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আমিরের দলে জায়গা পাওয়া প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমির বিশ্বকাপের দলে থাকবেন কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমাদের পরিকল্পনা অত্যন্ত পরিষ্কার। আর দল যখন ঘোষণা হবে তখন সবাই জানতে পারবেন, কে সুযোগ পেল আর কে পেল না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ মে থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ লড়বে তারা। ১৮ এপ্রিল পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা করার কথা। ২৩ এপ্রিল ইংল্যান্ডে রওনা হবে তারা।
২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করে সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আমির। আইসিসির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হন তিনি। ২০১৫ সালের সেপ্টেম্বরে তাঁর শাস্তির মেয়াদ শেষ হয়। এরপন জাতীয় দলেও ফেরেন তিনি।