জয়ে ফিরেছে ‘নিষিদ্ধ’ ম্যানসিটি

কদিন আগেই ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতা থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি। তবে শাস্তি ঘোষণার পর ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেই জয় তুলে নিয়েছে ম্যানসিটি। গতকাল বুধবার পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে ম্যানিসিটি। দলের পক্ষে প্রথম গোল করেছেন রদ্রি এর্নান্দেস। এরপর দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন।
এদিন ম্যাচের শুরু থেকেই ভালো করে ম্যানসিটি। প্রায় ৭৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। প্রথম গোল পায় এর্নান্দেসের হাত ধরে। ৩০ মিনিটে ডি ব্রুইনের কর্নারে সফল হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার।
বিরতির পর আসে দ্বিতীয় গোল। ৬২তম মিনিটে বার্নার্দো সিলভার বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন ডি ব্রুইন। ফলে ২-০ জয়ে মাঠ ছাড়ে দলটি।
চলতি লিগে ২৫ জয় ও এক ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। ছাব্বিশ রাউন্ড শেষে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৮তম স্থানে ওয়েস্ট হ্যাম।
এর আগে গত শুক্রবার ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা উয়েফার লাইসেন্স ও ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (বাকি-বকেয়া) সংশ্লিষ্ট নিয়মকানুন ভাঙার অপরাধে এমন কঠিন শাস্তি পায় বর্তমান ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়নরা।
শুধু নিষেধাজ্ঞাই নয়, ম্যানসিটিকে বড় অঙ্কের জরিমানাও করেছে উয়েফা। নিয়ম ভাঙার কারণেই তিন কোটি ইউরো জরিমানা করা হয়েছে দলটিকে। অবশ্য শাস্তি কমানোর জন্য আপিল করতে পারবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
শাস্তির বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছে ম্যানসিটি কর্তৃপক্ষ। তবে এ শাস্তি নিয়ে হতাশা প্রকাশ করলেও বিস্মিত নয় বলেও জানিয়েছে ক্লাবটি। শাস্তির বিষয়ে এক বিবৃতিতে ক্লাব ফিন্যান্সিয়াল কন্ট্রোল বোর্ড জানিয়েছে, স্পন্সরশিপ থেকে উপার্জন এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফাকে প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়েছে ম্যানসিটি। এ ছাড়া উয়েফাকে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেওয়া এবং উয়েফার তদন্তে সাহায্য না করার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও জানাচ্ছে, ম্যানসিটির বিরুদ্ধে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। এ ছাড়া তারা প্রয়োজনীয় তথ্য উয়েফার কাছে জমা দেয়নি। যার কারণেই ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই শাস্তির মুখে পড়তে হলো ম্যানচেস্টার সিটিকে।