Beta

কে-ক্র্যাফটের বিজয়ের আয়োজন

০২ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৯

ফিচার ডেস্ক

বিজয়ের মহিমাকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে ফ্যাশন হাউস কে-ক্র্যাফট নিয়ে এসেছে বিশেষ আয়োজন। গতকাল বৃহস্পতিবার থেকে কে-ক্র্যাফটের প্রতিটি আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে।

বিজয় দিবস উপলক্ষে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, পাঞ্জাবি, টি শার্ট, স্কার্ট, শাল, সিঙ্গেল ওড়না, স্কার্ফ, শার্ট, উত্তরীয়, পঞ্চ ও অনুষঙ্গের আয়োজন করা হয়েছে।

সুতি কাপড়ে তৈরি এ কালেকশনে রং হিসেবে প্রাধান্য পেয়েছে লাল ও সবুজ। নিজস্ব উইভিং ডিজাইনে, কাটে, প্যার্টান ও ফিনিশিংয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করেছে।

মাধ্যম হিসেবে টাই-ডাই, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এপলিক, কারচুপি, এমব্রয়ডারি ও ইয়োকে এর কাজ। আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে জোড়া পোশাক ও ফ্যামিলি পোশাক।

ক্রেতাদের কথা ভেবে মূল্যসীমা নির্ধারণ, নতুনত্বের ছোঁয়া, নিখুঁত উপস্থাপনা, মোটিফের নতুনত্ব ব্যবহার, সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ও অলংকরণে পরিমিত বোধ বজায় রাখা হয়েছে।

Advertisement