Beta

ক্যাটস আইয়ে বিশেষ মূল্যছাড়

২৯ অক্টোবর ২০১৬, ১৫:১৬

ফিচার ডেস্ক

ক্যাটস আইয়ের আউটলেটগুলোতে এসেছে ডেনিম, পলো ও টি-শার্টের ক্যাজুয়াল লাইন। তরুণীদের জন্যও থাকছে গর্জাস কুর্তা, শার্ট ও কামিজ। এসব পোশাকে স্লিম ফিট প্যাটার্ন ও ডিজাইনেও থাকছে সমকালীন ট্রেন্ড।

সুপার হিরো সিরিজ নিয়ে থাকছে বিশেষ টি-শার্টের সংগ্রহ। কেনাকাটায় বাড়তি স্বাধীনতা এনে দিতে ক্যাটস আই দিচ্ছে সবসময় মূল্যছাড়ের সুবিধা। রাজধানীর এলিফ্যান্ট রোডের ক্লিয়ারেন্স আউটলেটে সর্বোচ্চ শতকরা ৫০ ভাগ ছাড়ে ক্যাটস আই পণ্য কেনার এ সুবিধা থাকবে সারা বছর।

পাশাপাশি ট্রেন্ডি সব পোশাকে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়ের সুবিধা। এতে নির্ধারিত আউটলেটগুলোতে একটি পণ্য ক্রয়ে দ্বিতীয় পণ্যে শতকরা ২০ ভাগ মূল্যছাড়ের সুযোগও থাকছে সপ্তাহান্তের নির্ধারিত ছুটির দিনে।

Advertisement