রাশিফল
সিংহের মন ভালো থাকবে, মনোবল বাড়বে কন্যার

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রুবি ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি কর্মঠ, উচ্চাভিলাষী ও সাহসী। আপনার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সহজেই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারেন। সবার সামনে নিজেকে প্রকাশ করতে কোনো দ্বিধা নেই। মানসিক দিক থেকে আপনি উদার। আপনার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জীবনে পর্যাপ্ত সুযোগ পাবেন। তবে আপনার হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা শত্রুতা সৃষ্টির কারণ হতে পারে। আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রুশ কথাসাহিত্যিক ম্যাক্সিম গোর্কি, ফরাসি প্রাচ্যবিদ সালভেইন লেভি, লেখক আকরাম ফারুক, চিকিৎসাবিদ করনিল হেইম্যানস প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। বদনাম রটতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। গোপন শত্রুতা দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের শক্তি সম্পর্কে নিশ্চিত না হয়ে কারো সঙ্গে লাগতে যাওয়া ঠিক হবে না। সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত হতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। আজকে মনের মানুষকে ইচ্ছা করলে প্রস্তাব করতে পারেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সুফল পাবেন। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। কারোর ওপর জোর খাটানোর চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। কোনো শোক সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অসুখকে অবহেলা করবেন না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের গভীরে লুকায়িত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে চিন্তা করার সুযোগ পাবেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।