বাণিজ্যমেলা
মোটরসাইকেলে আকৃষ্ট তরুণরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা যে সবার জন্যই, তা প্রমাণ করল নিত্যনতুন মডেলে সজ্জিত প্যাভিলিয়নগুলো। এবারের মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি অটোমোবাইল প্রতিষ্ঠান। বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি কোম্পানির পণ্য যাচাই করার সুযোগ দিচ্ছে তরুণদের। নিত্যপ্রয়োজনীয় স্টলের পাশাপাশি সমান তালে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায় এই স্টলগুলোতে। মোটরসাইকেলের পাশাপাশি নামিদামি ব্র্যান্ডের গাড়ি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়েছে। দাম ও পরিচালন ব্যয়ের কথা মাথায় রেখে ক্রেতারা বেছে নিচ্ছেন তাঁদের পছন্দের ব্র্যান্ডটি। রীতি অনুযায়ী তাদের পণ্যতেও থাকছে নির্দিষ্ট অঙ্কের মূল্যছাড়। সাথে থাকছে ঋণের ব্যবস্থাও। তবে মেলা ঘুরে দেখা গেল ৪টি মোটরসাইকেল কোম্পানি ও একটি গাড়ি কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইলের ‘পেগাসাস’, আফতাব অটোমোবাইলের ‘মাহিন্দ্রা, ম্যাক্স মোটরস লিমিটেডের ‘মোটরেক’ ও ‘ইটালিজেট’ ও জিনান।
মাহিন্দ্রা মোটরসাইকেল
এখন আর মোটরসাইকেলের চাকা পাংচার বা চুরির ভয় নেই। এমনটাই বলছে মাহিন্দ্রা মোটরস। এখানে তারা ১২ ইঞ্চি টিউববিহীন টায়ার ব্যবহার করায় চাকা পাংচারের আশঙ্কা দূর হয়েছে। অন্যদিকে মাহিন্দ্রা সেন্টুরো ডিস্ক ব্রেক, এন্ট্রি থেপট লক সিস্টেম ঠেকাবে চুরি। এখানে দুটি স্কুটার ও তিনটি মোটরসাইকেলে চার হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলায় বিশেষ ছাড়ে এই ১১০ সিসি স্কুটারের দাম পড়ছে এক লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া আরেক স্কুটার রডিও উজো চার হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে এক লাখ ৪০ হাজার টাকায়। মোটরসাইকেলের ইঞ্জিনে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি। এ ছাড়া প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে পাচ্ছেন একটি হেলমেট, ইঞ্জিন ওয়েল ও চাবির রিং। বাংলাদেশে এর বাজারজাত করছে নাভানা।
জিনান মোটরসাইকেল
‘জিনান’ একটি পরিচিত মোটরসাইকেল ব্র্যান্ড হলেও বাংলাদেশে পরিচিতি কম। দুই বছর হলো এটির বাংলাদেশে বিপণন। এবার মেলায় ১২টি মডেল প্রদর্শন ও বিক্রির জন্য বুকিং নেওয়া হচ্ছে। মেলায় বুকিং দিলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আর মেলায় পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং দিয়ে আগামী মার্চ মাসের মধ্যে মোটরসাইকেল কিনলেই এই ছাড় পাবেন ক্রেতারা।
মোটরেক
তরুণদের উপচেপড়া ভিড় চোখে পড়ে ম্যাক্স মোটরস লিমিটেডের প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে। এখানে ‘মোটরেক’ ব্র্যান্ডের দুটি মোটরসাইকেল ও ইটালিজেট মোটরসের একটি স্কুটার বিক্রি হচ্ছে। ম্যাক্স মোটরস লিমিটেডের প্যাভিলিয়ন ইনচার্য শাহীন আহমেদ বলেন, ‘মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে এই তিনটি বাইক। এর মধ্যে মোটরেকের এম-২ এক লাখ পাঁচ হাজার থেকে কমিয়ে এক লাখ টাকায়, এম-২ এক লাখ ৮৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা কমিয়ে এক লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ইটালিজেটের স্কুটার এক লাখ ৪৭ হাজার টাকার স্থলে এক লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এই তিনটি মোটরসাইকেলই তেল অথবা ব্যাটারি- উভয় জ্বালানিতে চলবে। গ্রাহক ইচ্ছানুযায়ী যে কোনো একটি সেট করে নিতে পারবেন।’
যমুনা ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইলস
দেশীয় এই কোম্পানিটি নিয়ে এসেছে ‘পেগাসাস’ ব্র্যান্ডের পাঁচটি মডেলের মোটরসাইকেল। এগুলোর দাম পড়ছে ইভিও ১৫০ সিসি ৫ শতাংশ ছাড়ে এক লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা, জিউস ১৫০ সিসি ১০ শতাংশ ছাড়ে এক লাখ ২১ হাজার ৫০০ টাকা, ফ্যাবিও ১২৫ সিসি ৫ শতাংশ ছাড়ে এক লাখ চার হাজার ৫০০ টাকা, ভিক্টরি ১০০ সিসি ৫ শতাংশ ছাড়ে ৭৬ হাজার টাকা এবং ভিক্টরি ৮০ সিসি ৫ শতাংশ ছাড়ে ৭১ হাজার ৭৫০ টাকা।