মাছির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়

মাছি ঘরের ভেতর থাকতে বেশ পছন্দ করে। কারণ ঘরের ভেতর আবহাওয়া ভালো থাকে এবং চাইলেই খাবার খুঁজে পাওয়া যায়। ঘরের দরজা-জানালা একটু খোলা পেলেই ঢুকে পড়ে এই ছোট্ট প্রাণীটি। আবার ফিরেও আসে বারবার।
মাছির যন্ত্রণা কম-বেশি সবাই অনুভব করেন। ঘরে-বাইরে মাছির কারণে অনেকেই বিরক্ত হন। মাছি শুধু বিরক্তই করে না, এটি অনেক রোগও বহন করে; যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনি খাবার যতই ঢেকে রাখেন, কোনো না কোনোভাবে মাছির জীবাণু খাবারে প্রবেশ করে।
মাছি দূর করার জন্য বাজারে যেসব স্প্রে কিনতে পাওয়া যায়, সেগুলোতে রাসায়নিক পদার্থ থাকে। যা স্বাস্থ্যের জন্য আরো বেশি ক্ষতিকর। উইকিহাউ ওয়েবসাইটে মাছি দূর করার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে মাছির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
১. খাবার খাওয়ার পরপরই প্লেট ধুয়ে ফেলার চেষ্টা করুন। টেবিলে খাবার পড়ে থাকলে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলুন। এগুলোর কারণেই মূলত ঘরে মাছি আসে।
২. সাদা ভিনেগার মাছি দূর করার জন্য খুবই কার্যকরী। ডিটারজেন্টের সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে একটি প্লেটে রেখে দিন। দেখবেন, কত সহজেই মাছি এসে এই ফাঁদে আটকা পড়ে।
৩. দারুচিনির গন্ধ মাছি সহ্য করতে পারে না। তাই দারুচিনি গরম করে সেই পানি দরজা জানালার ওপর স্প্রে করুন। এতে ঘরে মাছি আসবে না।
৪. শসা স্লাইস করে ময়লার বাক্সের ওপর ছড়িয়ে রাখুন। এতে ময়লার গন্ধ থাকার পরও শসার কারণে মাছি ঘরে আসবে না।
৫. আপেলের ভেতরে চারিদিকে লবঙ্গ ঢুকিয়ে রাখুন। এরপর রান্নাঘরের একটি কর্নারে রেখে দিন। দেখবেন, রান্নাঘরে কোনো মাছি থাকবে না।
৬. এসেনসিয়াল অয়েল যেমন- ল্যাভেন্ডার অয়েল, লেমন গ্রাস- এগুলো মাছি দূর করে খুব সহজেই। দরজা-জানালার নিচে এ ধরনের তেল দিয়ে রাখুন। এতে মাছি ঘরে ঢুকবে না।
৭. ঘর সব সময় পরিষ্কার রাখুন। বিশেষ করে রান্নাঘর। ময়লা নোংরার কারণেই ঘরে মাছি আসে।