নারীরা একে অপরকে সুগন্ধি উপহার দেন না!

উপহার হিসেবে সুগন্ধি সবারই বেশ পছন্দের। কিন্তু শুনলে অবাক হবেন যে, একজন নারী কখনোই অন্য নারীকে পারফিউম বা সুগন্ধি উপহার দেন না এবং এমনকি তাঁরা একে অন্যের সঙ্গে নিজের সুগন্ধি ভাগাভাগিও করেন না! যদি কোনো কারণে এমনটি প্রয়োজনও হয় তখন নারীরা অন্য নারীর জন্য এমন সুগন্ধি বেছে নেন, যার গন্ধ তার নিজেরই পছন্দ নয়, খুব বেশি ভালো ব্র্যান্ডের না এবং যা ব্যবহারের প্রচলন খুব একটা নেই। যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ফুড কোয়ালিটি অ্যান্ড প্রেফারেন্স নামের জার্নালে প্রকাশিত এই গবেষণা থেকে জানা গেছে, এমন অনেক নারী আছে যারা নিজে কোন ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে এটাও সবার কাছ থেকে লুকিয়ে রাখে।
তারা মনে করে এই সুগন্ধির ঘ্রাণ তাদের ব্যক্তিত্বকে সবার থেকে আলাদা করে। আর এ কারণেই তারা এই গোপন রহস্য কাউকে বলতে চায় না।
"নারীরা মনে করে, সুগন্ধি তাদের নিজস্বতা প্রকাশের অন্যতম বাহন'- বললেন গবেষণাটির সহ গবেষক ব্রায়ান হাওয়েল। ব্রায়ান যুক্তরাষ্ট্রের ব্রিগহ্যাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। তিনি আরো বলেন, 'সম্ভবত নারীরা একই ঘ্রাণের সুগন্ধি বহু বছর ধরে ব্যবহার করে এবং কিছু নারী কোন ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করছে- এটা কাছের বন্ধুদেরও বলতে চায় না।'
গবেষণার জন্য গবেষকরা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ১৪৬ জন নারীকে বেছে নেন। যাদের উদ্দেশ্যমূলকভাবে সুগন্ধি কিনতে বলা হয়। গবেষণায় দেখা গেছে, যখনই সুগন্ধির ঘ্রাণ বাছাইয়ের সময় এসেছে ঠিক তখনই নারীরা তাদের কাছের বান্ধবীদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছে।
ব্রায়ান বলেন, 'যখন নারীরা কোনো সুগন্ধি পছন্দ করে তখন হয় সে নিজের জন্য কিনে অথবা তার ছেলে সঙ্গীর জন্য কনার কথা চিন্তা করে। কিন্তু কখনোই কোনো নারীর জন্য কেনার কথা ভাবে না।'
'মজার বিষয় হলো, যখন কোনো নারীর সুগন্ধির ঘ্রাণ পছন্দ হয় না তখন সে এটি নিজের জন্য তো নয়ই ছেলে সঙ্গীর জন্যও কেনার কথা ভাবে না। বরং সেই সুগন্ধি সে তার মেয়ে বন্ধুকে কিনে দেওয়ার কথাই চিন্তা করে'- বললেন ব্রায়ান।
এ ছাড়া নারীরা কেন তাদের ছেলে সঙ্গীদের জন্য সুগন্ধি কিনে এ বিষয়ে ব্রায়ান আরো ১২ জন নারীর ইন্টারভিউ নেন। তাদের সঙ্গে কথা বলার পর ব্রায়ান বলেন, 'যখন কোনো নারী নিজে কোনো সুগন্ধি পছন্দ করে এবং অন্য নারীও পছন্দ করবে বলে ভাবে ঠিক তখন তারা নিজের ইচ্ছায় তার ছেলে সঙ্গীর জন্য সুগন্ধি কিনার কথা চিন্তা করে।'
সবশেষে ব্রায়ান বলেন, 'যখন কোনো নারী তাঁর স্বামী অথবা প্রেমিকের জন্য উপহারের কথা চিন্তা করে, তখন সে প্রথমেই সুগন্ধিকে বেছে নেয় এবং তারা চায় সেই সুগন্ধির ঘ্রাণ যেন সারাক্ষণ তার সঙ্গীকে ঘিরে রাখে।'
এই গবেষণা থেকে এ কথা নির্দ্বিধায় বলা যায়, নারীরা সুগন্ধির ঘ্রাণ নিয়ে বেশ সতর্ক থাকে। না হলে ভাবা যায়, সামান্য সুগন্ধির ঘ্রাণ নিয়ে নারীদের এত চিন্তাভাবনা? গবেষণা শুরু করার আগে গবেষকরাও হয় তো এমনটি ভাবেনি।