আজকের দিনে
আইজাক নিউটনের জন্মদিন

আজ স্যার আইজাক নিউটনের জন্মদিন। তিনি একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও তাঁর সমকালের গুরুত্বপূর্ণ চিন্তক। ১৬৪৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মকর রাশির এই জাতক।
সর্বজনীন মহাকর্ষ ও গতির তিনটি সূত্র তিনিই আবিষ্কার করেন, যা ১৬৮৭ সালে প্রকাশিত হয় ফিলসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে। পৃথিবী এবং মহাবিশ্বের সব বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে, এটি তিনিই প্রথম দেখিয়েছিলেন।
রৈখিক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মাধ্যমে নিউটন বলবিজ্ঞানের ভিত্তিভূমি রচনা করেছেন। ১৬৬৮ সালে প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেন তিনি। শব্দের দ্রুতি এবং শীতলীকরণ প্রক্রিয়া বিষয়ের নিউটনের শীতলীকরণ সূত্র তাঁরই আবিষ্কার। ক্যালকুলাস নামে গণিতের একটি নতুন শাখার উন্নয়ন ঘটিয়েছিলেন নিউটন ও লাইবনিজ।
জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় নিউটনের অবদানের জন্য আজো তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।