‘নন্দিনী’ সিনেমায় জাহিদ আকবরের ৪ গান

বাংলা গানের ভুবনে ‘অচিন মাঝি’ খ্যাত গীতিকার জাহিদ আকবরের পথচলা অনেক দিনের। অসংখ্য জনপ্রিয় গান লিখলেও একসঙ্গে চারটি গান লেখার অভিজ্ঞতা তার হয়নি কখনো। সেই নতুন অভিজ্ঞতাই হলো পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে।জাহিদ আকবর এ প্রসঙ্গে বলেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে, এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখবো ভাবিনি।...