১৬ বছর পর দুই বন্ধুর গান

জাহিদ আকবর ও লুৎফর হাসান সবশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০০৯ সালে। ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবামে জাহিদ আকবরের লেখা গানে লুৎফর হাসানের সুরে সেটাই ছিল সর্বশেষ কাজ। তার আগে দুই বন্ধু একত্রে কাজ করেছিলেন ফাহমিদা নবীর গানেও। এছাড়াও একসঙ্গে আরও বেশকিছু কাজ রয়েছে তাদের। তবে  গত ১৬ বছরে তাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। ১৬ বছর পর আবার আসছে জাহিদ আকবরের কথায় লুৎফর হাসানের  গান। ‘আকাশ হয়ে যাই’...