বিয়ে করছেন সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বিয়ে করতে চলেছেন। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের, তিনি বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।
শোনা যাচ্ছে, এ মাসের ২৫ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন সাবিলা-নেহাল। রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে।
তবে সোমবার সকালে এ ব্যাপারে জানার জন্য এনটিভি অনলাইনের পক্ষ থেকে মুঠোফোনে সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবিলার হবু স্বামী নেহালের বাড়ি চাঁদপুরে। বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের কনিষ্ঠ ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন সাবিলা নূর। ‘ইউটার্ন’, ‘জোনাকির আলো’, ‘বুলেট প্রুফ ম্যারেজ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘ক্ষরণ’, ‘অপরাজিতা তুমি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। টিভি বিজ্ঞাপনেও জনপ্রিয় মুখ সাবিলা।