Beta

ঈদের দিনে এনটিভির আয়োজন

১১ আগস্ট ২০১৯, ২০:২২

‘বিহাইন্ড দ্য পাপ্পি’নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। একনজরে দেখে নেওয়া যাক, ঈদের প্রথম দিনে কী কী আয়োজন রয়েছে এনটিভির পর্দায়।

শিশুতোষ অনুষ্ঠান : ঘাস ফড়িং

সকাল ৮টায় প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ‘ঘাস ফড়িং’। উপস্থাপনা করেছেন দেবলীনা সুর। প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা। বিভিন্ন জেলা থেকে আগত শিশুশিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

বিশেষ অনুষ্ঠান : তারকা জুটি

সকাল ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তারকা জুটি’। প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা করেছেন ফারজানা বীথি। এতে অংশগ্রহণ করেছেন সিয়াম ও পূজা।

একক নাটক : প্রস্থান

রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক ‘প্রস্থান’। পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন প্রমুখ।

বাংলা ছায়াছবি : মোঘল-এ-আযম

সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র মোঘল-এ-আযম। পরিচালনা করেছেন মিজানুর রহমান খান দিপু। এতে অভিনয় করেছেন সোহেল রানা, মান্না, শাবনূর, নাসিমা খান, টেলি সামাদ প্রমুখ।

টেলিফিল্ম : কোরবানী

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম কোরবানী। এটি যৌথভাবে লিখেছেন আবির ফেরদৌস ও শহীদ উন নবী। পরিচালনা করেছেন শহীদ উন নবী। এতে অভিনয় করেছেন সজল, মিশু সাব্বির, মৌসুমী হামিদ, অর্ষা, লুৎফর রহমান জর্জ, কচি খন্দকার, সাচ্চু প্রমুখ।

শিশুতোষ ম্যাগাজিন : রঙের মেলা

বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে শিশুতোষ ম্যাগাজিন ‘রঙের মেলা’। উপস্থাপনা করেছেন সোনিয়া। প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা।

ধারাবাহিক নাটক : বিহাইন্ড দ্য পাপ্পি

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ নাটকের প্রথম পর্ব। চিত্রনাট্য করেছেন তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্না ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী প্রমুখ।

ধারাবাহিক নাটক : কুহক

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে কুহক নাটকের প্রথম পর্ব। এটি লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু, সাবিহা জামান, জাহিদ প্রমুখ।

নাটক : তোমার চোখে চেয়ে

সকাল ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘তোমার চোখে চেয়ে’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর, মিলি বাশার, মাসুদ হারুন, স্বর্ণলতা প্রমুখ।

বিশেষ রান্নার অনুষ্ঠান : বিফ সাফারী

রাত ৯টায় প্রচারিত হবে রান্নার অনুষ্ঠান ‘বিফ সাফারী’-এর প্রথম পর্ব। উপস্থাপনা করেছেন নাবিলা। পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল।

একক নাটক : পাদুকা সমাচার

রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘পাদুকা সমাচার’। এটি রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রওনক হাসান, নাজিয়া হক অর্ষা প্রমুখ।

একক নাটক : ভালোবাসার রঙ থাকে না

রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ভালোবাসার রঙ থাকে না’। এটি লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, মিলি বাশার, তিনু করিম, সাবরিনা কানিজ সুকি প্রমুখ।

একক নাটক : হার্টলেস

রাত ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক হার্টলেস। লিখেছেন এস এম সালাউদ্দিন। পরিচালনা করেছেন এ আর বেলাল। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।

Advertisement