আজ রাতে ভিডিও কলে নাদিয়ার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ

প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ—তাও আবার ভিডিও কলে! আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় এনটিভির অনুষ্ঠান ‘রাতের আড্ডা’ হাজির হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এই আয়োজনে দেশ-বিদেশের দর্শকরা সরাসরি যুক্ত হতে পারবেন জুম ভিডিও কলে; নাদিয়ার সঙ্গে আড্ডা দিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, চাইলে ভাগ করে নিতে পারবেন নিজেদের অভিজ্ঞতা।
শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ।
এনটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, অনুষ্ঠান শুরুর ঠিক আগেএনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ জুম লিংক প্রকাশ করা হবে। যেটির মাধ্যমে দর্শকরা যুক্ত হতে পারবেন লাইভ এই অনুষ্ঠানে। এছাড়া দর্শকদের করা ফেসবুক কমেন্টও টিভি পর্দায় সরাসরি দেখা যাবে, যেখান থেকে নাদিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন।
এমন আয়োজন নিয়ে নাদিয়া বলেন, ‘দর্শকদের সঙ্গে সরাসরি গল্প করতে, প্রশ্নের উত্তর দিতে এবং কিছু মজার মুহূর্ত ভাগ করে নিতে মুখিয়ে আছি।’
এনটিভি কর্তৃপক্ষ মনে করছে, এই আয়োজন শুধু বিনোদন নয়, দর্শক আর শিল্পীর মধ্যে এক নতুন সংযোগ গড়ে তুলবে।
কীভাবে যুক্ত হবেন?
রাত সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে যোগ দিতে চাইলে চোখ রাখতে হবে এনটিভির ফেসবুক পেজ বা ‘NTV Shows’ ইউটিউব চ্যানেলে। সেখান থেকেই সংগ্রহ করতে হবে জুম লিংক। কিউআর কোড স্ক্যানা করেও এনটিভির পর্দা থেকেও অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হওয়া যাবে।