জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের পার্থক্য কী, জানেন?

বন্ধুত্ব মানে কী? হাসি-ঠাট্টা, পাশে থাকা, দুষ্টুমি, একসঙ্গে গাওয়া, নাচা, ঘুরতে যাওয়া—এ রকমই অভিমত অনেকের। বন্ধুত্বের সংজ্ঞায় তেমন রকমফের না থাকলেও জগতে নানা কিসিমের বন্ধু দেখা যায়। অবশ্য এসব বিশেষণ ব্যক্তির অভিজ্ঞতাজাত।
ইদানীং ‘জাস্ট ফ্রেন্ড’ আর ‘বেস্ট ফ্রেন্ড’ শব্দবন্ধদ্বয় বহুল উচ্চারিত। সাধারণ অর্থে এমনিতেই তাল মিলিয়ে চলা, পথচলতি বন্ধুকে জাস্ট ফ্রেন্ড বলে অনেকে। অর্থাৎ যিনি খুব বেশি ঘনিষ্ঠ নন। আর বেস্ট ফ্রেন্ড মানেই যাঁর সঙ্গে সব ভাগাভাগি করা যায়, অন্তরঙ্গ-ঘনিষ্ঠ তিনি। কিন্তু কীভাবে চিনব তাঁদের? ঘনিষ্ঠ বন্ধুর ছলে কেউ জাস্ট ফ্রেন্ড না তো?
সেই পার্থক্য এবার একেবারে অভিনয় করে হাড়ে হাড়ে চেনালেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও টয়া।
আজ বিশ্ব বন্ধু দিবস। বরাবরের মতো এ বছরও আগস্টের প্রথম রোববার বিশ্বব্যাপী পালিত হচ্ছে বন্ধু দিবস। মুঠোফোন আর সোশ্যাল মিডিয়ার যুগে বেশির ভাগ একে অন্যকে অন্তর্জালেই শুভেচ্ছা জানাচ্ছেন।
অভিনেত্রী সাফা কবিরও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বন্ধু দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে দেখাতে চেয়েছেন জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড চেনার উপায়। একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘বন্ধু দিবসের শুভেচ্ছা। বন্ধুদের সঙ্গে নাচো, হাসো, থাকো।’
জাস্ট ফ্রেন্ড যদি কখনো কোনো গান প্লে করতে বলে, তাহলে বন্ধুটি শান্তভাবে সেই গানটিই প্লে করবে। কিন্তু বেস্ট ফ্রেন্ডের বেলায় হিসাব পুরো আলাদা। বেস্ট ফ্রেন্ড গান শুনতে চাওয়ামাত্রই মজার কোনো গান প্লে করে দেবে। এরপর আর যায় কোথায়? সেই গানের তালে দুজনের নাচানাচি শুরু।
চরম মন খারাপের মুহূর্তেও জাস্ট ফ্রেন্ডকে তার কারণ বলা যায় না। কিন্তু বেস্ট ফ্রেন্ডকে মন খুলে তা বলা যায়। সেই কারণ শুনে বেস্ট ফ্রেন্ড কি চুপচাপ বসে থাকবে? মোটেই না, সেখানেই হম্বিতম্বি শুরু করবে। মন খারাপের কারণ হওয়া ব্যক্তিটিকে পারলে তখনই গিয়ে ধরে নিয়ে আসে আর কি!
জাস্ট ফ্রেন্ডকে ছবি তুলে দিতে বললে সে নিজের ছবি তুলে দিয়ে চলে যায়, কিন্তু বেস্ট ফ্রেন্ড আরো কয়েক কাঠি সরেস। সে এসে এমন সব মজার মজার অঙ্গভঙ্গি করা শুরু করে, যা দেখে হাসি থামানো দায়।
এমনই মজার কিছু কারণ উঠে এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির ও টয়া অভিনীত এক ভিডিওতে। ভিডিওটির শিরোনাম ‘জাস্ট ফেন্ডস বনাম বেস্ট ফ্রেন্ডস’।
অবশ্য গত ২ আগস্ট ভিডিওটি ‘হলো স্টারস’-এ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৬৬ হাজারের বেশিবার। চাইলে আপনিও দেখতে পারেন। জেনে নিতে পারেন জাস্ট আর বেস্টের পার্থক্য!