দ্বিতীয় সন্তানের মা হলেন রুহি

নবজাতকের সঙ্গে রুহি। ছবি : সংগৃহীত
মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি আবারও পুত্রসন্তানের মা হয়েছেন। গত ২ জুন লন্ডনের রয়েল হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
ফেসবুকে নবজাতকের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন রুহি। সন্তানের নাম সুবহান আলী রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
২০১৫ সালের ২২ ডিসেম্বর রুহির প্রথম সন্তান রুহানের জন্ম হয়। ২০১৪ সালে রুহি ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক মুনসুর আলীকে বিয়ে করেন। বিয়ের পর সুখে সংসার করছেন ইংল্যান্ডপ্রবাসী এই অভিনেত্রী।
র্যাম্প মডেলিং দিয়ে মিডিয়া জগতে পথচলা শুরু হয় রুহির। ‘একাত্তরের সংগ্রাম’ ও ‘জিরো ডিগ্রি’ শিরোনামে দুটি ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।