নতুন বছরে অপুর উপহার

‘বিউটি কুইন’খ্যাত জনপ্রিয় ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময় রয়েছেন বিনোদন অঙ্গনে। অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে, যার মধ্যে অধিকাংশই ব্যবসাসফল সিনেমা। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। নতুন বছরে নতুন ছবি উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১ জানুয়ারি) এনটিভি অনলাইনকে অপু বিশ্বাস বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পুরোনো তিক্ততা ভুলে সবার জীবন রঙিন হোক, সাজুক বাহারি হাজার ফুলে—এমনটাই প্রত্যাশা করছি। নতুন বছরে আমার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি দর্শক দেখতে পাবেন। এটা সবার জন্য আমার উপহার। আশা করছি, দর্শকের কাছ থেকেও আমি ভালো উপহার পাব।”
অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। সিনেমাটি নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন রেবেকা, গৌতম সাহা। কলকাতা থেকে আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। এ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু বিশ্বাস। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকা বনে যান। তারপর শাকিব খানের সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসাসফল হয়।
এর পর ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে।