সোশ্যাল ইসলামী ব্যাংকের ওয়ার্কশপ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন প্রোডাক্ট মুদারাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের উপর এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ জুন) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপটি উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান সহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শাখা-উপশাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টের আওতায় সর্বোচ্চ প্রাক্কলিত ৮ দশমিক ৬ শতাংশ মুনাফায় বৈদেশিক মুদ্রা সঞ্চয় করা যায়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।