এনসিসি ব্যাংকে স্মার্ট ডিজিটাল সেবা চালুর ঘোষণা
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং কাস্টমার সেল্ফ সার্ভিস পোর্টাল চালুর মাধ্যমে স্মার্ট ডিজিটাল সেবা চালুর ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিনসহ জ্যেষ্ঠ ব্যাবস্থাপনা দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম বারাকাতী মোনাজাত পরিচালনা করেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার বলেন, ১৯৯৩ সালের ১৭ মে এনসিসি ব্যাংক যাত্রা শুরু করে ৩১ বছর পূর্ণ করল। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারি শিল্প, তৈরি পোশাক, ওষুধ শিল্প, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সব খাতেই এনসিসি ব্যাংকের অবদান রয়েছে।