ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আগামীকাল সোমবার (১৫ এপ্রিল) খুলছে ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো। এদিন থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় পবিত্র রমজানের আগের নিয়মে চলবে।
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। ঈদ উপলক্ষ্যে গত ১০, ১১ ও ১২ এপ্রিল নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল রোববার নববর্ষের ছুটি। ফলে ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি পান ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানের চাকরিজীবীরা।
জানা গেছে, আগামী সোমবার থেকে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রমজান মাসে রোজা রাখার সুবিধার্থে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। রোজায় দেশের সব ব্যাংক খোলা ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হয় সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।