মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক
সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২২ সালের এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম চট্টগ্রাম অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মো. সোহেল, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন চৌধুরী ও মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তারা দেশ গড়ার কারিগর।’