শেয়ারবাজারের প্রতি আরো নজর দিন

বাংলাদেশ ব্যাংককে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘শেয়ারবাজারে যখন ব্যাংকের ১০ শতাংশ বিনিয়োগের সুযোগ ছিল, তখন ব্যাংকগুলো ৩০ থেকে ৪০ শতাংশ বিনিয়োগ করেছে। ওই সময় ব্যাংকগুলো প্রচুর পরিমাণ মুনাফা করেছে শেয়ারবাজার থেকে। এই মুনাফা দেখে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগে আসে। এখন তারা নিঃস্ব। আপনারা বিষয়টিতে নজর দেন।’
আজ বুধবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে ‘মেডিটেশন ফর সেটেলমেন্ট অব কমার্শিয়াল ডিসপুটস অ্যান্ড রিকভারি অব ওভারভিউ ব্যাংক লোন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে বলে বাসস জানিয়েছে।
বিয়াক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, আইন ও সংসদবিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
৫০০ কোটি টাকার ওপর ঋণখেলাপিদের ঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড় দেওয়া প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘এ ধরনের ছাড় দেওয়ার প্রবণতা খেলাপিদের উৎসাহিত করবে।
বড় ঋণখেলাপিদের এ ধরনের ছাড় দেওয়া আমার কাছে ভালো মনে হয়নি।’
প্রসঙ্গত, খেলাপি ঋণ আদায় বাড়াতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
আরবিট্রেশন বা মেডিটেশনকে আদালতের বাইরে মামলা নিষ্পত্তিতে বিকল্প উত্তম মাধ্যম বলে অভিহিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘আর্থিক সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে আরবিট্রেশন অত্যন্ত ভালো মাধ্যম। এ জন্য বাংলাদেশ ব্যাংক আরবিট্রেশনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে।’