ফের লভ্যাংশ দিতে ব্যর্থ বিডি অটোকারস

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয়েছে। এর আগে ২০১২ সালে কোম্পানির পক্ষ থেকে ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর ১১০ তেজগাঁও আই/এ-তে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৬ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছয় টাকা আট পয়সা।
গত হিসাব বছরে কোম্পানির মুনাফা হয় দুই লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি পাঁচ টাকা ৭৩ পয়সা ও ইপিএস ছয় পয়সা।
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ এক কোটি ৫৫ লাখ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৭৩ দশমিক ৫৭।