১৫ শতাংশ লভ্যাংশ দেবে পাওয়ার গ্রিড

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৬ সালের ৯ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আবদুল গনি রোডে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ২৩ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৬৮ টাকা ১২ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট লোকসান হয় দুই কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৬৩ টাকা ৬১ পয়সা ও শেয়ারপ্রতি লোকসান হয় ছয় পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৪৬ টাকা ৪০ পয়সা।