Beta

ব্যয়বহুল হচ্ছে স্মার্টফোন

১৩ জুন ২০১৯, ১৯:৪৪

ইউএনবি

আরো ব্যয়বহুল হতে যাচ্ছে স্মার্টফোন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার স্মার্টফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন।

তবে, ফিচার ও অন্যান্য ফোনে শুল্ক ১০ শতাংশই থাকবে বলে তিনি সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে জানিয়েছেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আইসিটি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন, যার কিছু কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা রয়েছে।‘ তিনি জানান, কিছু স্থানীয় উৎপাদক ইতিমধ্যে বাংলাদেশে সেলফোন উৎপাদন ও সংযোজন শুরু করেছে এবং বর্তমানে স্মার্টফোন ও ফিচার ফোন আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য।

অর্থমন্ত্রী বলেন, ‘যেহেতু বিত্তবান মানুষ স্মার্টফোন ব্যবহার করেন তাই আমি স্মার্টফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।’ তিনি বলেন, ‘তবে, ফিচার ফোনে আমদানি শুল্ক অপরিবর্তিত থাকবে, কারণ অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ তা ব্যবহার করেন।’

Advertisement