১৫ শতাংশ লভ্যাংশ দেবে খান ব্রাদার্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট আগামী ২৩ নেভম্বর।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে নয় কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৪ টাকা ১৩ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাত কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ৮৫ পয়সা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬৯ কোটি ৮৫ লাখ টাকা।
গতকাল লেনদেন শেষে এ শেয়ারের দাম দাঁড়ায় ২৩ টাকা ৫০ পয়সা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৫ দশমিক ৪৬।