Beta

চট্টগ্রামে হাসপাতাল স্থাপন করবে অ্যাপোলো

৩১ আগস্ট ২০১৫, ১৬:১০

অর্থনীতি ডেস্ক

বাংলাদেশে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের অ্যাপোলো হাসপাতাল গ্রুপ। এ লক্ষ্যে চট্টগ্রামে একটি হাসপাতাল করবে তারা। 

ভারতের সংবাদপত্র ইকোনমিক টাইমসের অনলাইনের এক প্রতিবেদনে গতকাল রোববার বলা হয়, কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অ্যাপোলো হাসপাতালের ব্যবসা আরো বাড়ানো হবে। 

অ্যাপোলো হাসপাতালের পূর্বাঞ্চলের সভাপতি ও প্রধান নির্বাহী রুপালি বসু বলেন, ‘বর্তমানে ঢাকায় আমাদের একটি হাসপাতাল রয়েছে। চট্টগ্রামেও একটি হাসপাতাল করার পরিকল্পনা করছি।’ 

তবে এ নিয়ে এখানো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুই দেশের কৌশলগত বা ঐকমত্যের ভিত্তিতে এটি করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে। 

১৯৮৩ সালের ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঘানা, নাইজেরিয়া, মরিশাস, কাতার, ওমান ও কুয়েতে এ গ্রুপের হাসপাতাল রয়েছে। ২০০৫ সালের ৩০ মার্চ ঢাকায় হাসপাতাল স্থাপন করে অ্যাপোলো। 

Advertisement