Beta

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন

১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩৫

নিজস্ব প্রতিবেদক
পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে মজুরি বোর্ড। ছবি : সংগৃহিত

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক ওই মজুরি বোর্ডের নতুন সদস্যদের নাম ঘোষণা করেন।

চার সদস্যের মজুরি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন, জ্যেষ্ঠ জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম। ওই বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের শ্রম উপদেষ্টা কাজী সাইফুদ্দীন আহমদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন ফজলুল হক মন্টু। তিনি বাংলাদেশ শ্রমিকলীগের কার্যকরী সভাপতি।

নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল উদ্দিন।

বোর্ডের সদস্যরা পোশাক শ্রমিকদের বেতন ও ভাতার বিষয়ে সরকারকে সুপারিশ করবে।  

এর বাইরে পোশাক শিল্প মালিকদের প্রতিনিধি হিসেবে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে জাতীয় শ্রমিক লীগের নারী বিষয়ক সম্পাদিকা বেগম বেগম শামসুন্নাহার ভূঁইয়ার নাম ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

 শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘সরকারের স্থায়ী নিম্নতম মজুরি বোর্ড রয়েছে। তবে যখন যেই খাতের মজুরি বোর্ড গঠন করা হয় সেই খাতের দুইজন প্রতিনিধি যুক্ত করা হয়। মালিকপক্ষ থেকে একজন এবং শ্রমিকপক্ষ থেকে একজন।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে ২০১৩ সালে সর্বশেষ মজুরি বোর্ড ঘোষণা করা হয়েছিল। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগেই আমরা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করলাম। এই বোর্ডকে আগামী ছয় মাসের মধ্যে শ্রমিকদের  বেতন নির্ধারন করে সুপারিশ দিতে বলা হয়েছে।’ 

এই কমিটির সুপারিশের আলোকে সরকার আগামী ডিসেম্বরের আগেই নিম্নতম মজুরি ঘোষণা করতে পারবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘এবারই প্রথম বিজিএমইএ পোশাকখাতে নতুন মজুরি বোর্ড গঠনের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এটিকে ইতিবাচকভাবে দেখছে সরকার।’ 

প্রতিমন্ত্রী কোন চক্রান্তে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বিজিএমইএ এর সভাপতি মো.সিদ্দিকুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, বিজিএমইএ এর সহসভাপতি মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Advertisement