লিবরা ইনফিউশনের দর বাড়ার সংবেদনশীল তথ্য নেই

সাম্প্রতিক সময়ে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম বাড়ার সংবেদনশীল কোনো তথ্য নেই। এই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ১০ আগস্ট কোম্পানিটিকে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৩৫ টাকা ও সর্বোচ্চ ৪৪০ টাকা ৫০ পয়সা। গতকাল বুধবার লিবরা ইনফিউশনের শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ৪২৮ টাকা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৪ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ৯২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) এক হাজার ৫৭১ টাকা ৫০ পয়সা।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর-পরবর্তী আয় ২৬ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৬৫৬ পয়সা আর শেয়ারের দাম-আয় অনুপাত (পিই) ১৫১ দশমিক ৪২।