১০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে শাশা ডেনিম

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মুনাফা থেকে এ লভ্যাংশ দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
চলতি হিসাব বছরের এপ্রিল-জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে ইপিএস ছিল ১২ পয়সা। ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে দুই টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল সাত পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত মার্চে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। এ সময়ে এর সর্বনিম্ন দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৪৬ টাকা ১০ পয়সা। গতকাল লেনদেন শেষে এর দাম দাঁড়ায় ৪৩ টাকা ৫০ পয়সায়।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিউ রেশিও) ৮ দশমিক ২৪।