দশ লাখ শেয়ার কিনেছেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী এ কোম্পানির দশ লাখ শেয়ার কিনেছেন। এর আগে বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ এ শেয়ারের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ বা ১০ পয়সা। দিনভর দাম ৮ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ এর লেনদেন হয় ৮ টাকা ৬০ পয়সায়, যা সমন্বয় শেষে একই থাকে। আজ ৬৩ বারে কোম্পানিটির ৫৮ হাজার ৩৩৯টি শেয়ারের লেনদেন হয়।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৮ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১২২.৮৬।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ পয়সা।
সর্বশেষ ২০১১ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
২০০৫ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে ৩৩ দশমিক শূন্য ২ শতাংশ উদোক্তা-পরিচালক, ১৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৩ দশমিক ৭১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকরীদের কাছে।