তসরিফা ইন্ডাস্ট্রিজের ১২% লভ্যাংশ ঘোষণা

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, গত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ১০ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা তিন পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩৭ টাকা ৪৪ পয়সা।
কোম্পানি কর্তৃপক্ষ আইপিও শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ চায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড ডেট, এজিএমের তারিখ, সময় ও ভেন্যু স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পর জানানো হবে। ডিএসইতে কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামীকাল বুধবার।
কোম্পানিটির ট্রেডিং কোড TOSRIFA এবং কোম্পানি কোড ১৭৪৬৮। ‘এন’ ক্যাটাগরিতে এর লেনদেন হবে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি দুই কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করেছে। ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় এ কোম্পানির শেয়ার ইস্যু হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৪৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৩৪ টাকা ৪১ পয়সা।
বস্ত্র খাতের প্রতিষ্ঠান তসরিফা ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নর্দার্ন তসরিফা গ্রুপের একটি প্রতিষ্ঠান।