রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে, দুদিনের মধ্যেই রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে।
আজ বুধবার (১০ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজবাউল হক বলেন, ‘গত পরশু (সোমবার) আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ২৯ হাজার ৯৯৫ কোটি ডলারে। কিন্তু, গতকাল মঙ্গলবার বিদেশ থেকে ৫০৭ মিলিয়ন ডলার দেশে আসে। আর এতেই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৩৬ কোটি ডলারে। তবে, আজ সারাদিন ট্রানজেকশনের পর এখন রিজার্ভের পরিমাণ রয়েছে ৩০ হাজার ৩৫ কোটি ডলারে।’
২০২০ সালে করোনা মহামারি শুরু হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেকটা বেড়ে যায়। ওই সময়ে প্রবাসী আয় বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে দেশে আসার পরিমাণও বেড়ে যায়। অন্যদিকে, আমদানিও কমে যায় তখন। ফলে ২০২১ সালের আগস্ট মাসে রিজার্ভ বেড়ে প্রথমবার চার হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানিসহ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। তাতে আমদানি খরচও বাড়ে। তবে সেই তুলনায় বাড়েনি প্রবাসী ও রপ্তানি আয়। সে কারণে আমদানি দায় মেটাতে বাংলাদেশ ব্যাংককে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে। এতে রিজার্ভ কমছে।