বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের বর্ষবরণ

রাজধানীতে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধানমণ্ডিস্থ ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে শনিবার (১৭ মে) বিকেলে বিদ্যালয়টির পাঁচটি শাখার শতাধিক শিশুরা এই আনন্দমেলায় অংশগ্রহণ করে। শিশুদের নিয়ে মিলনায়তনে উপস্থিত ছিলেন তাদের বাবা-মায়েরাও।
বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও সংগঠক সুজিত মোস্তফা এবং নাট্যকার ও নির্দেশক অলোক বসু।
১২ বছর আগে যাত্রা শুরু করা বাতিঘরের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক পরিচালক তামান্না সেতু। সবশেষে বাতিঘরের শিশুদের, তাদের অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বর্তমান পরিচালক মারিয়াম ইউসুফ।

পাঁচটি শাখার শিশু শিক্ষার্থীরা ছন্দ কথায় বর্ষবরণ, গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করে তাদের স্বভাবজাত আনন্দের প্রকাশ ঘটায়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আরাফ, আরিশ, পূর্ণতা, সুকৃতি, প্রকৃতি, আদ্রা, তৃষাণ, ওয়াসি, তাফিফ, অরিক, সাদ্ভিক, ফাইজান, ফারনাজ, সুবাইতা, তাহিম, নিধি, ইরিকা, এমেলিয়া, নিহান, ত্রিদিব, আয়রা, আরহাম, নুসাইবা, জাদিদ, জাঈভী, নওমী, নোরা, জায়ানা, হিমায়া, রূপকথা, উজায়ের, তাসনিম, কিয়ানা, নিহান, আইজান, আরীবা, অর্শিতা, আফসীন, জাফিয়া, জুনাইরা, শারাফ, মেহেক, কাশিফ, আয়ান, ধৃতি, অর্থি, নীরা, বিভোর, তাইমা, ফাবিহা, রোহিনী, পেখম, আজরাক ও রামিন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষক শ্রাবন্তী পাল তন্বী।