জাপানের কাহাল গ্যালারিতে চলছে রুমকির একক চিত্রপ্রদর্শনী

জাপানের রাজধানী টোকিওর কাহাল গ্যালারিতে ‘সাইলেন্ট হরাইজনস : এমব্র্যাসিং দ্য বিউটি উইদিন’ শিরোনামে চিত্রশিল্পী হাসুরা আক্তার রুমকির একক চিত্রপ্রদর্শনী চলছে। ২৭ আগস্ট শুরু হওয়া এ চিত্রপ্রদর্শনী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা রুমকির প্রদর্শনী উপভোগ করতে পারবেন, যা সবার জন্য উন্মুক্ত থাকছে।কাহাল গ্যালারির চিত্রপ্রদর্শনীর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত...