Beta

রেফারির কাছে ফুটবল পৌঁছাতে ড্রোন!

৩০ মে ২০১৭, ২১:৫৪

অনলাইন ডেস্ক
পর্তুগিজ কাপের ফাইনাল খেলা শুরুর আগে ড্রোনে উড়ে রেফারির হাতে ফুটবল তুলে দেন এক ব্যক্তি। ছবি : ইউটিউব

এটা কোনো অত্যাশ্চর্য হওয়ার মতো চলচ্চিত্রের দৃশ্য নয়, পুরোটাই বাস্তব। পর্তুগিজ কাপের ফাইনাল ম্যাচে আকাশে উড়ে এসে রেফারির হাতে ফুটবল তুলে দেন এক ব্যক্তি। অপলক চোখে চেয়ে চেয়ে দেখেন মাঠভর্তি দর্শক।

গত রোববার বেনফিকা বনাম ভিটোরিয়া ডি গুইমারেজের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে ৭০ মিটার উড়ে স্কেট বোর্ডের মতো একটি ড্রোনে চড়েন ওই ব্যক্তি। এরপর দক্ষতার সঙ্গে মাঠে অবতরণ করে রেফারির হাতে বল তুলে দেন তিনি।

পুরো ঘটনার এই ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একদিনে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখা হয়েছে চার লাখ ১৮ হাজার ৬৩৫ বার।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement