স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারে ইংল্যান্ডের মেয়েরা। এবার ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা যেন সেই প্রতিশোধই নিল। স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দেখা পেয়েছে ইংল্যান্ডের মেয়েরা। গতকাল রোববার (২৭ জুলাই) দিনগত রাতে উইমেন্স ইউরোর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে ইংল্যান্ড।
সুইজারল্যান্ডের বাসেলে ২০২৫ উইমেনস ইউরোর ফাইনালে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। ফাইনালে ১-১ গোলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ চ্যাম্পিয়নের মুকুট পরল ইংল্যান্ড। ২০২৩ সালের নারী বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলেও ইউরোর শ্রেষ্ঠত্বটা অধরাই রয়ে গেল স্পেনের কাছে।
প্রথমার্ধের ২৫তম মিনিটে বক্সের ডান দিক থেকে ওঠানো ক্রসে হেডে গোল করেন আর্সেনালের স্প্যানিশ ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সমতায় ফেরান অ্যলেসিয়া রুসো। ৫৭তম মিনিটে বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির বাড়ানো ক্রসে হেডে গোল করেন রুশো।
এরপর দুই দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও গোল না হলে টাইব্রেকারে গড়ায় ইউরোর এই নাটকীয় ফাইনাল।
টাইব্রেকারে প্রথম চারটি শটের তিনটি মিস করে বসে স্প্যানিশ খেলোয়াড়রা। ইউরোর সেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অরজয়ী তারকা আইতানা বোনমাতিও মিস করেছেন। অন্যদিকে প্রথম চারটি শটের মধ্যে ইংল্যান্ডের প্রথম দুটি শটে গোল না হলেও পরের দুটি শট থেকে গোল হয়েছে।
ইংল্যান্ডের হয়ে পঞ্চম ও শেষ শটটি নেন ২০২২ ইউরোর জয়সূচক গোল করা কেলি। শিরোপা নির্ধারণী এই শটে মাথা ঠান্ডা রেখেই বল জালে জড়ালেন এই ইংলিশ ফরোয়ার্ড। এরপর শিরোপার উল্লাসে মেতে ওঠে ইংলিশ মেয়েরা।
টানা দ্বিতীয়বার ইউরোর শিরোপা জয়ে ইংল্যান্ডের মেয়েরা তৃতীয় দল হিসেবে এই টুর্নামেন্টে একাধিক শিরোপা জয়ের স্বাদ পেল। নারী ইউরোতে ইংল্যান্ডের সমান দুটি শিরোপা আছে নরওয়ের। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন জার্মানি।