অবশেষে জানা গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

অনিশ্চয়তার কালো মেঘ উড়িয়ে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। প্রথমে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও ম্যাচ সংখ্যা কমে হয়েছে তিনটি। তবে, নতুন সূচিতে ম্যাচগুলো কবে হবে, তা জানা জায়নি। আজ বুধবার (২১ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিরিজের সূচি।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন। সিরিজে ম্যাচ কমার পাশাপাশি কমেছে ভেন্যুর সংখ্যা। লাহোর ও রাওয়ালপিন্ডির দুই ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে কেবল লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশ দল এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাড়ানো হয়েছে একটি ম্যাচ। সিরিজটি এখন পরিণত হয়েছে তিন ম্যাচে। দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা আছে। প্রথমটি বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে স্বাগতিক আরব আমিরাত বাংলাদেশকে হারিয়েছে ইতিহাস গড়ে। আজ শেষ ম্যাচ দুদলের জন্য অলিখিত ফাইনাল। এই সিরিজ শেষ করে পাকিস্তানে পাড়ি জমাবে লাল-সবুজের প্রতিনিধিরা।