টেস্টে ওপেন করতে চান স্মিথ, নারাজ অধিনায়ক কামিন্স
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গতকাল শনিবার (৬ জানুয়ারি) ইতি টানেন সাদা পোশাকের ক্যারিয়ারের। অসি ওপেনারের ওপেনিং সঙ্গী ছিলেন উসমান খাজা। এত খালি হয়েছে ওয়ার্নারের জায়গা। জল্পনা শুরু হয়েছে, কে হতে পারেন খাজার ওপেনিং সঙ্গী!
টেস্টে অস্ট্রেলিয়ার নতুন ওপেনার হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে স্টিভেন স্মিথের নাম। অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেই। স্মিথের হাতেই তুলে দিতে চায় নতুন দায়িত্ব। এর আগে এই ফরম্যাটে কখনোই ওপেনিংয়ে নামেননি স্মিথ।
তবে, এখনও কিছুই নিশ্চিত নয়। বিষয়টি সরাসরিই জানা হয়েছে স্মিথের। তিনি নিজে বেশ আগ্রহী ওপেনিং নিয়ে। জানালেন, দল চাইলে ওপেনিং করতে কোনো অসুবিধা নেই।
এ প্রসঙ্গে স্মিথ বলেন, ’এটি নিয়ে আমি খুব খুশি। আমি জানি, নির্বাচক ও কোচ সবচেয়ে ভালো বোঝেন। স্পষ্ট করে বলতে চাই, তারা চাইলে আমি রাজি। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে ভীষণ আগ্রহী আমি।’
যদিও, স্মিথকে ওপেনিংয়ে আনা নিয়ে আপত্তি অসি অধিনায়ক প্যাট কামিন্সের। তিনি বলেন, ’সে (স্মিথ) চার নম্বরেই দুর্দান্ত। তাকে শুরু করানোর পক্ষে নই আমি। তার চেয়ে ভালো হয় যদি ঘরোয়া ক্রিকেটে দারুণ করা কাউকে সুযোগ করে দেওয়া হয়।’