ফাইনালে খেলবেন তো রশিদ খান?

বাংলাদেশের বিপক্ষে গতকাল শনিবারের ম্যাচে পায়ের মাংসপেশিতে চোট পান আফগান অধিনায়ক রশিদ খান। আগামী মঙ্গলবার চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপাযুদ্ধে নামবে আফগানিস্তান। তার আগে অধিনায়কের চোট দলটির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল। কারণ, অধিনায়কের পাশাপাশি দলের ভরসার মুখ এই লেগস্পিনার।
ম্যাচের বাকি দুদিন। এর মধ্যে রশিদ খান পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, বিশ্বসেরা লেগস্পিনারের না থাকা যেমন আফগানদের জন্য চিন্তার, ঠিক তেমনি বাংলাদেশের জন্যও স্বস্তির।
আফগানিস্তান দলের ম্যানেজার নাজিম জার আবদুর রহিম জাই বলেন, ‘রশিদ খান ফাইনাল খেলতে পারবে কি-না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে তিনি উন্নতির পথে আছেন, আমরা অপেক্ষায় আছি সামনে কী হয়।’
পরক্ষণে আবার বাংলাদেশের হতাশা আরো বাড়ান সফরকারী দলের ম্যানেজার। বলেন, ‘আমাদের হাতে কিছুটা সময় আছে। আমি আশা করছি, ইনজুরিটা গুরুতর কিছু নয়। তিনি আমাদের অধিনায়ক এবং দলের অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ভালোভাবে তাঁর ইনজুরি অবস্থা পর্যবেক্ষণ করব।’
এর আগে ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘আমার এটাকে কিছুটা জটিল মনে হচ্ছে। তবে ফাইনালের আগে ঠিক হয়ে যাওয়া উচিত।’ শেষ পর্যন্ত আফগান তারকাকে ফাইনাল ম্যাচে দেখা যায় কি না, সেটা সময়ই বলে দেবে।
বাংলাদেশের ইনিংসের ৭.৫ ওভারে ঘটনা। মোহাম্মদ নবির বলে কাট করে রানের জন্য দৌড় শুরু করেন মুশফিকুর রহিম। মিড উইকেটে ফিল্ডিং করা রশিদ খান বলের পেছনে পেছনে ছুটতে থাকেন। কিছুদূর যাওয়ার পর তাঁর বাঁ পায়ের মাংসপেশিতে টান লাগে।
সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রশিদ। মিনিট কয়েক বাদে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে অবশ্য ফের মাঠে নামেন আফগানিস্তান অধিনায়ক।